সৌদি আরব ও তুরস্ককে রক্তের বন্যায় ভাসিয়ে দাও

a259সৌদি আরব ও তুরস্ককে রক্তের বন্যায় ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি একটি অডিও বার্তায় এমন হুমকি দিয়েছে আইএস প্রধান আবু বকর আল বাগদাদি।

ফরেন ডেস্ক নিউজ সূত্র জানায়, ‘ইন্টারনেটে প্রচার হওয়া এক অডিও বার্তায় আবু বকর আল বাগদাদি বলেন, সৌদি আরবের মুসলমানরা বিশ্ব মুসলমানের ভাই নয়, তারা শয়তানের বন্ধু। তারা মুসলিমবেশী গাদ্দার। কারণ, তারা ইহুদি-নাসারাদের সঙ্গে হাত মিলেয়ে আইএসের বিরুদ্ধে লড়াইকারীদের সাহায্য-সহযোগিতা করছে। তাদেরকে রক্তের বন্যায় ভাসিয়ে দাও।’

অভিও বার্তায় সৌদির সাথে তুরস্ককেও রক্তের বন্যায় ভাসিয়ে দেয়ার হুমকি দেয় আবু বকর আল বাগদাদি।

এদিকে, আইএস প্রধানের এমন হুমকিকে একটি তামাশামাত্র বলে মন্তব্য করেছেন সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল আল আনসারি। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জঙ্গিরা অপহরণ, হত্যা এবং মুসলমানদের শিরশ্চেদ করছে, তারাই আবার সাম্প্রদায়িক যুদ্ধে মুসলিম সাম্প্রদায়কে ধাবিত করার চেষ্টা করছে।‘