আমি চাই না, সালমানের বিয়ে হোক : বিপাশা বসু

1460202973

গতকাল শনিবার গোধুলি লগ্নে বাঙালি মতে সবে বিয়ে শেষ হয়েছে বিপাশা বসু ও করণ সিংয়ের। 
আফটার পার্টির জন্য তৈরি হচ্ছেন হবু দম্পতি।
 একে একে আসছেন বি-টাউনের হেভিওয়েট সেলেবরা। এমন সময় ব্ল্যাক আউটফিটে সেজে পার্টিতে এলেন সালমান। তখন মিডিয়ার সঙ্গে কথা বলতে ব্যস্ত নবদম্পতি। বিপাশার দিকে চোখ পরতেই সল্লু মিঞা আদুরে গলায় বলে উঠলেন, ‘ওয়ে হোয়!’ আর ওমনি মিডিয়াকে ফেলে রেখে বিপাশা সালমানের দিকে কটাক্ষ হেনে বলেন, ‘সালমান দুষ্টুমি কোরো না।’

ব্যস! সকলের নজর গিয়ে পড়ে সালমানের দিকে। নতুন বর করণকে ছেড়ে বিপাশাও ভাইজানের পাশে গিয়ে দাঁড়ান। পর পর ছবি উঠতে থাকে। এরপরে বিপাশা একটি উক্তি করে সকলের সামনে বলেন, ‘আমি চাই না, সালমানের বিয়ে হোক।’ আর চুপ করে থাকতে না পেরে কর্ণের প্রশ্ন, ‘তার মানে?’ সামলে উঠে বিপাশা বলেন, ‘সালমানের মহিলা ফ্যানেরা তো কষ্ট পাবে ওর বিয়ে হলে! তবে বিয়ে হোক বা না হোক, ও ভাল থাকুক এটাই আমি চাই।’