বাংলাদেশের কাছে ঢাকা টেস্ট হারের ক্ষত নিয়ে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে ইংল্যান্ড ক্রিকেট দল। ঢাকা টেস্টের হার এখনো ভুলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যান জো রুট। তবে ভারতে আসন্ন টেস্ট সিরিজে তার দল ভালো খেলবে বলে জানান রুট। তিনি বলেন, “বাংলাদেশের কাছে অমন হার যন্ত্রণাদায়ক। তবে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ড ভালো খেলবে।” হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও, দুই ম্যাচের টেস্ট সিরিজটি আর জিততে পারেনি ইংল্যান্ড। চট্টগ্রাম টেস্ট ২২ রানে জিতলেও, ঢাকা টেস্ট ১০৮ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ ১-১ সমতায় শেষ করে ইংলিশরা। এতে ইংল্যান্ড দলকে নিয়ে সমালোচনায় মেতে উঠেন সমালোচকরা। সেই সমালোচনা আরও বড় আকার ধারণ করে, ভারত সফরটি আসন্ন হওয়ায়।
সমালোচকদের ভাষ্য, “আসন্ন ভারত সফরে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড। আসন্ন ভারত সফরে নাকানি-চুবানি খাবে ইংলিশরা।” এমন সব ভবিষ্যদ্বাণী শুধুমাত্র সমালোচকরাই করেননি, করেছেন ইংল্যান্ডের অনেক সাবেক অধিনায়ক মাইকেল ভন ও নাসের হুসেইনও। তবে এমন সমালোচনাকে ভালোভাবেই আমলে নিচ্ছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান রুট। কারণ সমালোচকদের পাক্কা জবাব দিতে চান তিনি, “দল হিসেবে ভারত ভয়ংকর। তবে এটি নিয়ে আমরা ভয় পাচ্ছি না। আমরা সবাইকে দেখিয়ে দিতে যাই- আমরা ভালো খেলতে পারি। ভারতের মাটিতে ভালো খেলা আমাদের পক্ষে সম্ভব।”
ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখলেও, অতীতের ফল এখনো পীড়া দেয় রুটকে। বাংলাদেশের কাছে ঢাকা টেস্টে হারকে যন্ত্রাণাদায়ক বলে আখ্যায়িত করলেন রুট, “বাংলাদেশের কাছে অমন হার যন্ত্রণাদায়ক। তবে আমরা সামনের দিকে তাকিয়ে আছি। ভারত সিরিজে আগে নিজেকে তৈরি করে নিতে আমরা সময় পাচ্ছি। ঝরঝরে মেজাজে সিরিজ শুরু করতে পারবো বলে আশাবাদী আমি।” আশার বাণী শুনিয়েছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসও। তিনি বলেন, “অতীতে বেশ কয়েকবার খারাপ অবস্থা থেকে আমরা ঘুড়ে দাঁড়িয়েছি। অতীতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার কাছে হেরেও আমরা ভালোভাবে ফিরে এসেছি। এবারও আমরা সফল হবো।”
বেলিসের এমন বক্তব্যে বুঝা যায়- রুটের মতো বাংলাদেশ সফরে ঢাকা টেস্টের হার এখনও পীড়া দেয় বেলিসকেও। সেই পীড়া ভারত সফরে আরও বেড়ে গেলে কি অবস্থা হবে ১৩৯ বছর ধরে টেস্ট খেলা ইংল্যান্ড দলের, তা সময়ই বলে দেবে।