জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা নিবেদন

a321৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। আজ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি।

এর আগে মাজার প্রাঙ্গণে এসে উপস্থিত হলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানান।

বিএনপির চেয়ারপারসনও দলের স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।