মাশরাফিদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল তামিমের চিটাগং

a345বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চতুর্থ আসরের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬২ রানের টার্গেট দিল চিটাগাং ভাইকিংস। তামিম ইকবালের হাফসেঞ্চুরির সুবাদে ৩ উইকেট হারিয়ে এই চ্যালেঞ্জিং স্কোর গড়ে চিটাগাং।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে চিটাগাং ভাইকিংস। দুই ওপেনার তামিম এবং ডোয়াইন স্মিথ ভাল শুরু এনে দেন দলকে। ব্যাক্তিগত ৯ রানে স্মিথ প্যাভিলিয়নে ফিরলেও ধুমধারাক্কা ব্যাট চালাতে থাকেন তামিম। ৩২ বলে পুরণ করেন এবারের বিপিএল আসরের প্রথম হাফসেঞ্চুরি। ব্যক্তিগত ৫৪ রানে এনামুল হকের সাথে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যান চিটাগাং অধিনায়ক।

এরপর এনামুল নিজেও ২২ রানে রানআউটের শিকার হন। ১৮ বলে ২ চারের সাহায্যে তিনি এই স্কোর করেন। তারপর এসে দলের হাল ধরেন শোয়েব মালিক। তামিমের মত অতটা ধুমধারাক্কা না হলেও চালিয়ে খেলেন তিনি। শেষ পর্যন্ত শোয়েব মালিক ২৮ বলে ২ ছক্কা এবং ২ চারে ৪২ রানে অপরাজিত থাকেন।

শোয়েব মালিকের যোগ্য সঙ্গ দিয়ে যান জহুরুল ইসলাম। ২১ বলে ৩ ছক্কায় তিনি করেন অপরাজিত ২৯ রান।