মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে আজ একটু বাদেই। বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হতে যাচ্ছে এই ভোটগ্রহণ। নির্বাচন প্রক্রিয়া শুরুর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতে শেষ সুযোগ হিসেবে ভোটারদের কাছে পৌঁছাতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা আর ফার্স্ট লেডি মিশেল ওবামা পূর্ণ চেষ্টা করেছেন তাদের ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে। অন্যদিকে হিলারিকে ‘ব্যর্থতার চেহারা’ উল্লেখ করে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই নির্বাচনে হিলারিকে তিনি উড়িয়ে দেবেন।
মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও নোংরা নির্বাচনী প্রচারণা যুদ্ধের শেষদিনে এই দুই প্রার্থী ও তার সমর্থকরা পুরো যুক্তরাষ্ট্রে প্রায় দু’ডজন র্যালি আয়োজন করেছেন। সবখানেই একদল আরেক দলের সঙ্গে পাল্লা দিয়ে ‘সুইং স্টেট’ বা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রচারণা চালিয়েছেন। এমনকি ভোটার দের কাছে গিয়ে ভোট ভিক্ষা পর্যন্ত চেয়েছেন।
হিলারি আর ট্রাম্প দু’জনেই হোয়াইট হাউজকে লক্ষ্য হিসেবে সামনে রেখে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে ২৭০-টা ইলেকটোরাল ভোট নিশ্চিত করার ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে হিলারির সুযোগ একটু বেশি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে শেষদিনে ভোটারদের নিজেকে আশাবাদী হিসেবেই পরিচয় দিয়েছেন হিলারি ক্লিনটন। সোমবারের সর্বশেষ ভাষণে তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন।
ফিলাডেলফিয়ায় ২০ হাজার মানুষের সামনে প্রেসিডেন্ট ওবামার উপস্থিতিতে সবার কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। বলে, “পুরো প্রচারণার প্রকৃতি এত বেশি ক্রোধে ভরা হওয়ায় আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।” ওই সময় ভীড় থেকে এক নারীকণ্ঠ শোনা যায়: “আপনার কোনো দোষ নেই!”
হিলারি তবুও কথা চালিয়ে যান। নারী, মুসলিম, ল্যাটিনো এবং আফ্রিকান-আমেরিকান ইস্যুতে ট্রাম্পের ‘অস্বস্তিকর’ বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্পের ‘সবচেয়ে ভয়ানক মন্তব্য’ ছিল যে, তিনি নির্বাচনের ফলাফল মেনে না-ও নিতে পারেন।
“চলুন কাল আমরা দেখিয়ে দেই, যেন নির্বাচনের ফল নিয়ে কোনো প্রশ্নই উঠতে না পারে,” বলেন হিলারি।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতো আগের অভিযোগগুলোই তুলে ধরেছেন। বলেছেন, রাজনৈতিক ব্যবস্থা, এমনকি সবগুলো গণমাধ্যমও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং হিলারির পক্ষে কারচুপি চালিয়ে যাচ্ছে।
ট্রাম্পের দাবি, জরিপগুলো যত যা-ই বলুক, নির্বাচনে তিনি নিশ্চিতভাবেই হিলারিকে বিশাল ব্যবধানে হারাবেন।