শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক, কর্মকতা, কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
শুক্রবার বিকেলে সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা এ শ্রদ্ধা জানান।
পরে ফাতেহা পাঠ ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। এর আগে, উপাচার্যের নেতৃত্বে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রলীগের নেতারা বেদিমূলে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার দীপ্ত শপথ নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ডঃ মোঃ আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক মো. জুলফিকার আহমেদ রেজা, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডীন নূরু মো. রহমতউল্লাহ,এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডঃ মোঃ মোফাজ্জল হোসাইন, ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক, সাধারন সম্পাদক দেবাশীষ দাশসহ নীলদল, বঙ্গবন্ধু পরিষদ, কর্মচারী কল্যান সমিতি ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।