রাজধানীর রামপুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

a573রাজধানীর ঢাকার রামপুরা ব্যাংক কলোনির বালুর মাঠ সংলগ্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

তিনি জানান, মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন।

তবে, নিহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি।