জিয়ার নাম মুছে ফেলতে চাইছে সরকার: ফখরুল

a622সরকার সচেতনভাবে মুক্তিযুদ্ধের মূলনায়ক, জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর। তবে সরকারের এই অপচেষ্টা কোন দিনই সফল হবে না। তার নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে বলে দাবি ফখরুলের।

শুক্রবার (২ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তার সঙ্গে ছিলেন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, মুক্তিযুদ্ধের প্রজন্ম এর সভাপতি শামা ওবায়েদ, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে লুই আই কানের নকশা আনা এটা একটি নীল নকশা। এর মূল উদ্দেশ্যই হচ্ছে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা। সরকার জিয়াউর রহমানের মাজার সরানোর চক্রান্ত করছে। এতে তারা সফল হবে না। জনগণ এর প্রতিরোধ করবে।

খালেদা জিয়ার মামলা ও বিচার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমানে যে সরকার রয়েছে-এটা একটি জনবিচ্ছিন্ন সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সত্যিকার অর্থে যারা জনগণের প্রতিনিধি যারা জনগণের প্রিয় নেতা তাদের কে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য বহুদিন ধরে নীল নকশা এঁকেছে।

আসন্ন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা কখনই মনে করেনি না এ নির্বাচন কমিশন দিয়ে কোনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। উপযুক্ত নির্বাচন উপহার দেয়ার যোগ্যতাই তাদের নেই। তারপরেও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা, জনগণকে সংগঠিত করা এবং জনগণের কাছে পৌঁছানোর জন্য এ নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি।