গার্ডদের হামলায় শিশু হাসপাতালের ২ সাইকোলজিস্ট আহত

a672ঢাকা শিশু হাসপাতালে সিকিউরিটি গার্ডদের হামলায় দুইজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ (সাইকোলজিস্ট) আহত হয়েছেন। মোটর সাইকেল পার্কিং নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের সাইকোলজিস্ট আবু আরিফ ও আবু জাফর রনি হাসপাতালের সামনের খোলা জায়গায় মোটরসাইকেল পার্ক করতে চাইলে সিকিউরিটি সদস্যরা বাঁধা দেয়। এ নিয়ে তর্ক বিতর্কের একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।

পরবর্তিতে সকাল ১০ টার দিকে সিকিউরিটি সদস্যরা সংগঠিত হয়ে আবু আরিফ ও আবু জাফর রনির ওপর লাঠি ও রড নিয়ে পুনরায় হামলা করে। সিকিউরিটি সদস্যদের বেধড়ক পিটুনিতে তাঁরা দুইজন গুরুতর আহত হয়।

সহকর্মীদের ওপর হামলার দৃশ্য দেখে নারী সাইকোলজিস্ট ফায়েজা আহমেদসহ অন্যরা এগিয়ে এলে সিকিউরিটি সদস্যরা তাদের ওপরও চড়াও হয়। লাঞ্ছিত করে নারী সাইকোলজিস্টকে।

হামলাকারী গার্ডরা ‘ঊষা সিকিউরিটিজ লিমিটেড’ নামের একটি নিরাপত্তা কোম্পানির সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হামলাকারিদের বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লাঞ্ছিত সাইকোলজিস্ট ডা. ফাইয়েজা আহমেদ।