বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের ছোট ছেলে মুশফিকুল মুজিব রোহান (৫২) কানাডার টরন্টোর একটি বহুতল ভবন থেকে পড়ে মারা গেছেন। গত ৩০ অক্টোবর রবিবার বাংলাদেশ সময় সকাল নয়টায় ১৬তলা একটি ভবন থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির বলেন, মুশফিকুল মুজিব কানাডায় ব্যবসা করতেন। সেলিমা রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অসুস্থ বড় ছেলে জিয়াউল মুজিব রুশোর সঙ্গে রয়েছেন। তিনি কানাডা পৌঁছানোর পর টরন্টোতে মুশফিকুলের লাশ দাফন করা হবে। মুশফিকুল মুজিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথক শোকবার্তায় তারা মুশফিকুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।