যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় কোনো দলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকে যারা নির্বাচিত করতে চেয়েছিলেন; আপাতত তাদের সেই আশায় গুঁড়েবালি। রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে হিলারি শিবির।
তবে হিলারি শিবিরের অনেকেই এখন পরবর্তী নির্বাচনের দিকে মনযোগ দিয়েছেন। তারা দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থন জানাচ্ছেন।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলছে, বর্তমান ফার্স্ট লেডি খুবই জনপ্রিয় এবং ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে জয়ের সুযোগ রয়েছে তার।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু করেছে ডেমোক্রেট শিবির। মার্কিন নির্বাচনের ফলাফলের পর টুইটারে #মিশেল২০২০ ট্রেন্ডে পরিণত হয়েছে। ডেমোক্রেট সমর্থকরা বলছেন, মিশেল ওবামা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করবেন।
ট্রাম্পের পরে অনেকেই তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়ে টুইটও করছেন।