যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর নিউইয়র্কের চাপাকুয়ায় পর্বতারোহণে যান হিলারি ক্লিনটন ও তার স্বামী বিল ক্লিনটন। নির্বাচনে নিজের পছন্দের প্রার্থী জয়লাভ না করায় মন খারাপ থাকার কারণে মেয়েকে নিয়ে সেখানে যান মার্গোট গার্স্টার নামের এক নারী। সেখানে গিয়ে নিজের পছন্দের প্রার্থী হিলারি ও তার স্বামী বিল ক্লিনটনের সঙ্গে দেখা হয়। তখন সেই মুহূর্তটি ক্যামেরায় বন্দী করেন মার্গোট গার্স্টার।
বৃহস্পতিবার ওই নারী ফেসবুকে শেয়ার করে লেখেন, নির্বাচনের ফল প্রকাশের পর থেকে খুব মর্মাহত ছিলাম। তাই একটু বিনোদনের জন্য মেয়েকে নিয়ে হাইকিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। নিউইয়র্কে আমার অন্যতম পছন্দের জায়গা হলো চাপাকুয়া। আমরা যখন সেখানে পৌঁছালাম, সবকিছুই খুব সুন্দর লাগছিল। তবে লোকসমাগম প্রায় ছিলই না বলতে গেলে। সেখান থেকে চলে যাচ্ছিলাম আমরা। কিন্তু হঠাৎ দেখলাম হিলারি ক্লিনটন, তার স্বামী বিল ক্লিনটন ও তাদের কুকুর আমাদের মতোই ঘুরতে এসেছে। আমি হিলারিকে জড়িয়ে ধরলাম, কথা বললাম। তাকে জানালাম, আমার ভোটটি আমি তাকেই দিয়েছি। তিনিও আমাকে জড়িয়ে ধরলেন, ধন্যবাদ জানালেন। আমি আজ খুব গর্বিত।’
বুধবার পরাজয় মেনে নেয়ার পর এই প্রথম ক্যামেরার সামনে ধরা পড়লেন ডেমোক্রেট দলীয় এই প্রেসিডেন্ট প্রার্থী। বুধবারের ভাষণে তিনি বলেছিলেন, ‘মেয়েরা, যারা আমার কথা শুনছো, স্বপ্নপূরণে কখনোই পিছপা হবে না। নিজের মূল্য ও শক্তিকে কখনোই খাটো করে দেখবে না তোমরা।’
উল্লেখ্য, নিউ ইয়র্ক থেকে ৪০ কিলোমিটার উত্তরে চাপাকুয়ায় ক্লিনটন দম্পত্তির বাড়ি রয়েছে।