কিছুদিন আগেই বোরকা পরা অবস্থায় দেখা গিয়েছিল। তখন থেকেই জল্পনার শুরু। খোঁজখবর নিয়ে একটি ব্রিটিশ ট্যাবলয়েড নিশ্চিত করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মার্কিন গায়িকা জ্যানেট জ্যাকসন। ২০১২ সালে গোপনে ওয়াসিম আল মানাকে বিয়ে করেন এই গায়িকা। পরে মধ্যপ্রাচ্যে স্বামীর বাড়িতে যান। সেখানেই ইসলাম সম্পর্কে আকৃষ্ট হন। এ নিয়ে অনেক দিন পড়াশোনাও করেছেন, কথা বলেছেন মুসলিম বন্ধুদের সঙ্গে। তবে তিনি ঠিক কবে মুসলমান হয়েছেন সে কথা নিশ্চিতভাবে জানা যায়নি। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সে [জ্যানেট] স্বামীর ধর্ম গ্রহণ করে নতুন ঘর খুঁজে পেয়েছে।’ ৫০ বছর বয়সী গায়িকার গর্ভে এখন মানার সন্তান। কিছুদিন আগেই প্রথমবারের মতো মা হওয়ার ঘোষণা দেন তিনি। জ্যানেট জ্যাকসনের ইসলাম গ্রহণের খবর নতুন হলেও কিছুদিন ধরেই এ নিয়ে আলোচনা চলছিল। কারণ কয়েক মাস ধরেই কনসার্টে খোলামেলা পোশাকে দেখা যায়নি গায়িকাকে। গাওয়ার সময় আবেদনময়ী নাচও বন্ধ করে দিয়েছেন। এ ছাড়া তিনি সর্বশেষ কনসার্টের শেষে ‘ইনশাল্লাহ দেখা হবে’ বলে ভক্তদের কাছ থেকে বিদায় নেন। সূত্র: কালের কন্ঠ